Behala Nursing College: নার্সিং কলেজের কাজে বাধা দেওয়ার অভিযোগ! নিজের অবস্থানেই অনড় TMC কাউন্সিলর

Continues below advertisement

West Bengal News: যদি তদন্ত করা হয়, আমাকে বহিষ্কার করে তদন্ত করা হোক। বেহালায় নার্সিং কলেজের কাজে বাধা দেওয়ার অভিযোগে, নিজের অবস্থানেই অনড় থেকে বললেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে। ঘটনাস্থলে যাওয়া উচিত হয়নি কাউন্সিলরের। আইন মেনেই বিষয়টি খতিয়ে দেখতে পুরসভা। বললেন মেয়র ফিরহাদ হাকিম।

খাস কলকাতায় গির্জার অধীনস্ত নার্সিং কলেজের জমিতে দাদাগিরির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কিন্তু, মেয়র সতর্ক করার পরও, নিজের অবস্থানেই অনড় থাকলেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে। বিতর্কের সূত্রপাত নার্সিং কলেজের নির্মাণ ঘিরে। বেহালার ডায়মন্ড হারবার রোডে ‘ডায়োসিস অব ক্য়ালকাটা’র আওতাধীন সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং নামের এক শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রতি রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। ডায়োসিস অফ ক্যালকাটার অভিযোগ, সেই কাজে বাধা দিচ্ছেন কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও ১২ নম্বর বোরোর চেয়ারম্যান সুদীপ পোল্লে এবং তাঁর দলবল।

অন্যদিকে তৃণমূল কাউন্সিলরের দাবি, নিয়ম না মেনে নির্মাণের অভিযোগে ৬-৭ মাস আগেই এই নোটিস পাঠানো হয়েছিল অক্সফোর্ড মিশনকে। এমনকী বিশপের বিরুদ্ধে টাকা পাঠানোর অভিযোগ তুলেছেন তৃণমূল কাউন্সিলর। যদি সেই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিশপ। তবে ঘটনাস্থলে যাওয়া যে কাউন্সিলরের উচিত হয়নি, এদিন সুদীপ পোল্লেকে পাশে নিয়েই বললেন মেয়র ফিরহাদ হাকিম। যদিও নিজের অবস্থান থেকে এখনই সরে আসছেন না তৃণমূল কাউন্সিলর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram