Science Fair : বেহালায় শুরু হলো ডাঃ বাসন্তী দুলাল নাগ চৌধুরী স্মারক বিজ্ঞান মেলা ২০২৬। Behala

Continues below advertisement

 ABP Ananda LIVE : শুক্রবার থেকে বেহালায় শুরু হলো ডাক্তার বাসন্তী দুলাল নাগ চৌধুরী স্মারক বিজ্ঞান মেলা। আয়োজক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও আদর্শ পল্লী ইয়াং অ্যাসোসিয়েশন। এবার এই মেলার চতুর্থ বর্ষ। কলকাতার 40 টি স্কুল ও চারটি কলেজ থেকে বাছাই করা ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছে এই বিজ্ঞান মেলায়। এই প্রসঙ্গে বিজ্ঞান মেলার যুগ্ম সম্পাদক দীপঙ্কর বণিক বলেন, 'আমরা সবসময় বিজ্ঞান সচেতনতার উপর জোর দিই। সবসময় আমরা চেষ্টা করি তাদের মধ্যে যেন এই সারা জাগায় সারা জাগে বিজ্ঞান যে আজকে যেভাবে আমাদের কাছে বিষয় দাঁড়িয়েছে সেভাবে যেন তাদের কাছে যেন সত্যিকারের একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারে।'

বিজ্ঞান মেলায় প্রতিদিন থাকছে নানা সেমিনার থেকে বিজ্ঞান বিষয়ক বক্তৃতা। বিজ্ঞান মেলায় অংশ নেওয়া এক পড়ুয়া জানায়, 'আমাদের প্রজেক্টের নাম হচ্ছে নিরব যন্ত্রে ভাবনার জাগরণ। নামটা একটু অদ্ভুত আপনাদের লাগতেই পারে কিন্তু এটা স্বাভাবিক। বর্তমানে এআই এর ব্যবহার যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার মাধ্যমে আমরা যন্ত্রের মধ্যেও মানুষের মত চিন্তার জাগরণ করতে পারছি সেটাকে প্রকাশ করতে পারছি। তো সেই জিনিসটাই আমরা এই প্রজেক্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছি।' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola