Kolkata News : টাকা পয়সা নিয়ে অশান্তির জেরেই ব্য়বসায়ীকে অপহরণ ? ৫জনকে গ্রেফতার করল পুলিশ

ABP Ananda LIVE : টাকা পয়সা নিয়ে অশান্তির জেরেই ব্য়বসায়ীকে অপহরণ? কুলপির ব্য়বসায়ীকে অপহরণের ঘটনায় ৫জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তদের UPI ID-তে পাঠানো টাকাকে হাতিয়ার করেই জালে ধরা পড়েছেন অভিযুক্তরা। যাদবপুরের আবাসন থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত ব্যবসায়ীকে।

 

পদ্মের মিশন ২৬, নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে অমিত শাহ

পদ্মের মিশন ২৬, নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে অমিত শাহ। প্রধানমন্ত্রীর সফরের ২দিনের মধ্যে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে বাইপাসের ধারে একটি হোটেলে থাকবেন অমিত শাহ। হোটেলে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আলোচনার কথা। কাল সকাল ১১.১৫: প্রথমে রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ। দুপুর ২.১৫: নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। বিকেল ৪: স্বামী বিকেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা। তারপরে ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola