Kolkata Update: জমা জলে দুর্ভোগ, বিক্ষোভ বিধানগরে। ABP Ananda Live
Kolkata News: বিধাননগরের ১৪ নম্বর ওয়ার্ডের সারদা পল্লির একাংশে ৫-৬ মাস ধরে জমে রয়েছে জল। বার বার স্থানীয় কংগ্রেস কাউন্সিলরকে বলেও কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে শনিবার রাতে পথে নামে স্থানীয় বাসিন্দাদের একাংশ। কাউন্সিলরের স্বামীকে ঘিরে বিক্ষোভ দেখানো ও হেনস্থা করা হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করে পাল্টা মারধরের অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।
আরও খবর, রাজ্যের অনশন প্রত্যাহারের আবেদন খারিজ। আজ অনশন জারি রেখেই বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী হয়তো ১০ দফা দাবি জানেন না, অথবা জানানো হচ্ছে না। অচলাবস্থা দৃঢ় সদিচ্ছার দ্বারাই সমাধান করা যেতে পারে। মুখ্যসচিবকে পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের। ফের ডাক্তারদের একাংশকে হুঁশিয়ারি কুণালের। ওবিসি বিষয়ক ছাড়পত্র আদালতে বিচারাধীন। আটকে নিয়োগ, আন্দোলনকারীদের সঙ্গে ফোনালাপে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। বাধা নেই, কেন নিয়োগ নয় ? পাল্টা আইনজীবীরা। ABP Ananda Live