Kolkata Tram: কলকাতায় ট্রাম পরিষেবার ১৫২ বছর পূর্ণ, ধুমধাম করে পালিত হল জন্মদিন
ABP Ananda Live: কলকাতায় ট্রাম পরিষেবার ১৫২ বছর পূর্ণ হল সোমবার। ধুমধাম করে পালিত হল সেই জন্মদিন। ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি, কলকাতায় প্রথম চলেছিল ঘোড়ায় টানা ট্রাম। সোমবার সেই উপলক্ষ্য়ে প্রায় আশি বছরের পুরনো একটি ট্রামকে ফুল-মালায় সাজানো হয়। শ্য়ামবাজারে কেক কেটে হয় মূল অনুষ্ঠান। এর মূল উদ্য়োক্তা ছিল ট্রাম ইউজার্স অ্য়াসোসিয়েশন।
সাত সকালে কেঁপে উঠল মাটি। ঘড়িতে তখন ঠিক সকাল ৬ টা ১০। কম্পন টের পেল বাংলা ও ওড়িশার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে পরিমাপ ৫.১। National Center for Seismology র করা পোস্টে উল্লেখ, ভূমিকম্পের উৎস স্থল বঙ্গোপসাগরের গভীরে। ১৯.৫২ উত্তর অক্ষাংশ, ৮৮.৫৫ পূর্ব দ্রাঘিমাংস ও ৯১ কিমি গভীরতায়।