Kolkata News: পুরী থেকে উদ্ধার বিজেপি নেতার ছেলে, 'বাচ্চাকে নিয়ে রাজনীতি', পাল্টা তৃণমূল নেতার | ABP Ananda LIVE
ডায়মন্ড হারবারের বিজেপি পঞ্চায়েত সদস্যের 'অপহৃত' ছেলে উদ্ধার। পুরী থেকে নাবালক ছেলেকে উদ্ধার করল বিজেপি নেতার পরিবার। 'শিশু সুরক্ষা কমিশন ও হাইকোর্টে বিষয়টি জানাব', কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি শঙ্কুদেব পণ্ডার। 'তৃণমূলের ঝান্ডা না ধরলে ছেলেকে পাবে না বলেছিল', দাবি মা-বাবার। 'বাচ্চাকে নিয়ে রাজনীতি বিজেপির', পাল্টা তৃণমূল নেতা বুচান বন্দ্যোপাধ্যায়। মানহানির মামলার হুঁশিয়ারি তৃণমূলের বজবজ ২ পঞ্চায়েত সমিতির সভাপতির। যে তৃণমূল নেতার দিকে বিজেপি অভিযোগের আঙুল তুলেছিল, সেই বুচান বন্দ্যোপাধ্যায় পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন।