Gardenreach Building Collapse: গার্ডেনরিচে মৃত্যুমিছিল, বিক্ষোভ বিজেপির। ABP Ananda Live
Kolkata News: গার্ডেনরিচে (Gardenreach) বহুতল-বিপর্যয়ে এবার ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করল কলকাতা গোয়েন্দা পুলিশের (Kolkata Police) হোমিসাইড শাখা (homicide unit)। লালবাজার সূত্রে খবর, বিভিন্ন ইমারতি দ্রব্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে ন্যাশনাল টেস্টিং সেন্টারে। এদিকে গার্ডেনরিচ কাণ্ডে সিবিআই (CBI) তদন্তের দাবি করে বিক্ষোভ দেখাল বিজেপি (BJP)। ABP Ananda Live
Tags :
CM Mamata Banerjee CM Mamata Banerjee Gardenreach BJP Protest Gardenreach Building Collapse Kolkkata News