BJP Protest : রাস্তার জল নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবিতে, অভিনব কায়দায় প্রতিবাদ BJP-র যুব মোর্চার
ABP Ananda LIVE : রাতের বৃষ্টির পর জল নামেনি দুপুরেও, তার জেরে সল্টলেকে EC এবং ED ব্লকে BJP যুব মোর্চার অভিনব বৈঠক। এলাকায় জল নিকাশির অবস্থা বেহাল বলে অভিযোগ।নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমেছে। টানা বৃ্ষ্টিতে জলমগ্ন ধর্মতলা, পোস্তা, বড়বাজার, কৈখালি, দমদম। জল জমেছে এজেসি বোস রোড উড়ালপুলের একাংশে।সকাল পর্যন্ত ধাপায় সবচেয়ে বেশি ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উল্টোডাঙায় ১০১ মানিকতলায় ৯৭, তপসিয়ায় ৭৯, ঠনঠনিয়ায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বালিগঞ্জে ৭০, বীরপাড়ায় ৫৫ ও বেলগাছিয়া ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস।
আরও খবর...
স্নাতকোত্তরের পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে ছেলেকে সাহায্য করার অভিযোগ WBCUPA-র নেতার বিরুদ্ধে
স্নাতকোত্তরের পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে ছেলেকে সাহায্য করার অভিযোগ। মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বাংলার অধ্যাপক ও তৃণমূলের কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন WBCUPA-র নেতার বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। ফল প্রকাশ আটকে দেওয়া হয়েছে, ওই ছাত্রের। যদিও অভিযুক্ত অধ্যাপকের দাবি, সব অভিযোগ মিথ্যা।