BJP News:যারা কলেজে ঠিক মত পড়াশোনা করেনি,তাদের কলেজের দায়িত্ব দিলে তাহলে যা হওয়ার তাই হচ্ছে:সুকান্ত

ABP Ananda Live: 'ছাত্র নির্বাচন নিয়ে যে বিষয়টা দেখেছে তার থেকেও গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে আদালত যেভাবে চাইছে যে গভর্নিং বডিগুলো আছে সেগুলিকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা অত্যন্ত জুরুরী। এই কমিটিগুলো রাজনৈতিক মুক্ত হওয়া উচিত। যারা কলেজে ঠিক মত পড়াশোনা করেনি, ইউনিয়ন রুমে বেশি সময় কাটত, তাঁদের যদি কলেজের ভাল-মন্দর দায়িত্ব দেয় তাহলে কলেজের অবস্থা যা হওয়ার তাই হচ্ছে', বললেন সুকান্ত।

 

 

বর্ষায় বেহাল রাস্তা নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট, 'আমি দেখেছি কীভাবে রোগীদের নিয়ে যেতে হচ্ছে..', এবার হুঁশিয়ারি বিচারপতি সেনের

বিচারপতি সেন বলেন, 'সমস্ত জেলা পরিষদ এবং পূর্ত দফতর কাজ না করলে, আদালতকেই কিছু করতে হবে। কলকাতার বিভিন্ন অংশ, তারাতলা থেকে বজবজের দিকের রাস্তাও খুব খারাপ। বিভিন্ন জেলার অবস্থা অত্যন্ত খারাপ। রোগীরা অত্যন্ত অসুবিধায় পড়ছেন। আমি দেখেছি কীভাবে রোগীদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে। জমা জল সরাতে খুব বেশি টাকা লাগবে না, পাম্প লাগান', এদিন পরামর্শ দিয়েছেন বিচারপতি সেন। প্রায় প্রতিটা বর্ষায় খারাপ রাস্তার জেরে ভোগান্তি পড়তে হয়, ইতিমধ্যেই বারবার তা নিয়ে ক্ষোভপ্রকাশের ছবি প্রকাশ্যে এসেছে। তারই ফের জ্বলন্ত উদাহরণ দেখা গেল এবার পশ্চিম মেদিনীপুরে।ফের খাটিয়ায় চেপে হাসপাতালে যেতে দেখা গেল রোগীকে। বর্ষায় কেশপুরের সেই বেহাল রাস্তার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বেহাল রাস্তায় গাড়ি ঢুকতে না পারায় বাড়িতেই পড়েছিলেন আরেক রোগিণী। ছবি ভাইরাল হতেই এবার টনক নড়েছে প্রশাসনের। ঘটনাস্থলে আসেন বিডিও। অসুস্থ মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা বিডিও-র। অবিলম্বে রাস্তা মেরামতির আশ্বাসও দিয়েছেন তিনি।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola