Kolkata News: এবারেও রক্তদান শিবিরের আয়োজন 'ফোরাম ফর দুর্গোৎসব'-র | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রক্তদান, জীবনদান। মানুষের পাশে দাঁড়াতে এর চেয়ে বড় আর কী বা হতে পারে? গরমে রক্তসঙ্কটের কথা মাথায় রেখে প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করে দুর্গাপুজোর সংগঠকদের প্ল্য়াটফর্ম 'ফোরাম ফর দুর্গোৎসব'। এবারও তার অন্য়থা হয়নি। রবিবার সংগঠনের তরফে আয়োজন করা হয়েছে 'মায়ের জন্য় রক্তদান'। কলকাতার পাশাপাশি পূর্ব বর্ধমানেও আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের। যার মাধ্য়মে এবছর নতুন নজির গড়লেন তাঁরা। কলকাতায় আয়োজিত রক্তদান শিবিরে এবার অংশগ্রহণ করলেন ৪৩৩৬ জন। অন্য়দিকে, পূর্ব বর্ধমানে আয়োজিত রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন ৪২৬জন। রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং খুদিরাম অনুশীলন কেন্দ্রে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, দুর্গাপুজোর সঙ্গে যুক্ত রাজ্য়ের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ বিশিষ্টরা।