Kolkata News: যাঁরা হিসাব দিচ্ছেন না, তাঁদের বিষয়টা বিবেচনা করে দেখতে হবে, পর্যবেক্ষণ বিচারপতির

ABP Ananda Live: 'দুর্গাপুজোর অনুদান নিয়ে হিসাব দেয়নি কোন কোন পুজো কমিটি?' বিস্তারিত তথ্য তলব কলকাতা হাইকোর্টের। যাঁরা হিসাব দিচ্ছেন না, তাঁদের বিষয়টা বিবেচনা করে দেখতে হবে, পর্যবেক্ষণ বিচারপতি সুজয় পালের। প্রয়োজনে অনুদান বন্ধ করে দেওয়া হোক, পর্যবেক্ষণ বিচারপতি সুজয় পালের। 'আগে আদালত পুজো অনুদান দেওয়ায় কোনও নিষেধাজ্ঞা জারি করেনি'।শুনানি হোক পুজোর পরে, সওয়াল রাজ্যের। পুজোর পর এই মামলার আর কী গুরুত্ব? পর্যবেক্ষণ আদালতের। 'যদি নির্দেশ অমান্যকারী কমিটি গুলির বিরুদ্ধে পদক্ষেপ করতে হয়...'। '....তাহলে সেটা পুজোর আগেই করতে হবে'। পুজো অনুদান নিয়ে মন্তব্য বিচারপতি সুজয় পালের। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। 

 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে হাড় হিম কাণ্ড

 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে হাড় হিম কাণ্ড। স্কুলে যাওয়ার পথে শিক্ষককে কোপ, আলাদা হয়ে গেল হাত। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষককে নেওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে। আক্রান্ত শিক্ষক গোকুলচন্দ্র মুড়া ভগবানপুর ১ ব্লকের শিমুলিয়ার বাসিন্দা । কী কারণে হামলা, তদন্তে পুলিশ 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola