CBI News: হাইকোর্টের নির্দেশের পর OMR-দুর্নীতি খুঁজতে ফের অভিযানে সিবিআই। ABP Ananda Live

Continues below advertisement

Calcutta High court: হাইকোর্টের নির্দেশের পর ওএমআর-দুর্নীতি খুঁজতে ফের অভিযানে সিবিআই। সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় কোম্পানির অফিসে সিবিআই অফিসাররা। সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে চলছে তল্লাশি OMR ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে CBI-কে 'অল আউট' ঝাঁপানোর নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রয়োজনে সরকারি বা বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার সাহায্য নিতে নির্দেশ। ৭ সপ্তাহের মধ্যে সিবিআইকে তদন্ত-রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন বিচারপতি মান্থা। রাত পোহালেই ৪ কেন্দ্রে উপনির্বাচন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলায় কাল ভোটগ্রহণ। ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি। ৫৫ কোম্পানির বদলে ৪ কেন্দ্রে মোতায়েন থাকবে ৭০ কোম্পানি  সবথেকে বেশি ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বাগদায়। রায়গঞ্জে ১৬ কোম্পানি, রানাঘাট দক্ষিণে ১৯ কোম্পানি, মানিকতলায় ১৫ কোম্পানি মোতায়েন। ৪ কেন্দ্রের ১০৯৭টি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী সবথেকে বেশি স্পর্শকাতর বুথ রানাঘাট দক্ষিণে (৬২)। কোথাও ক্লাবের মধ্যে নারকীয় অত্যাচার, কোথাও বাজারে অস্ত্র নিয়ে দাপাদাপি। আড়িয়াদহের জয়ন্ত-গ্যাংয়ের তালিবানি দাপটের পরপর ভিডিও প্রকাশ্যে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram