Christmas: বৃষ্টিভেজা বড়দিনে আনন্দে মাতোয়ারা গোটা শহর

Continues below advertisement

Kolkata news: সান্টা-কেক-ক্যারল থেকে ক্রিসমাস ট্রি। বৃষ্টিভেজা বড়দিনে আনন্দে মাতোয়ারা গোটা শহর। পার্ক স্ট্রিট পরিণত হয়েছে ওয়াক স্ট্রিটে। কলকাতা থেকে জেলা, উৎসবের মুডে রাজ্যবাসী। জমিয়ে শীত নেই তো কী হয়েছে! বড়দিনে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কেক, এসব তো আছে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিক্কো পার্ক, ইকো পার্ক, মানুষ ভিড় করতে শুরু করেছেন। আজ থেকেই বর্ষশেষের উৎসব শুরু। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। সপ্তাহভর চলবে আগামী বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি। বড়দিন এবং বছর শেষের উত্‍সব উপলক্ষ্যে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে।

পুলিশকে নপুংশক বলছেন তৃণমূল বিধায়ক। টাইম লাইন বেঁধে দিয়ে অঞ্চল সভাপতি হুমকি দিচ্ছেন, চুড়ি পরিয়ে দেওয়ার। তৃণমূলের ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে গোষ্ঠীদ্বন্দ্ব। আর তার জেরেই মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী ও তৃণমূলের ক্ষীরগ্রামের অঞ্চল সভাপতি মাসুদুর রহমান ওরফে মুকুলের হুমকির মুখে পড়তে হয় মঙ্গলকোট থানার কৈচর ফাঁড়ির IC-কে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram