CID News: অবশেষে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংহকে রাজ্যে আনল সিআইডি। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: অবশেষে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংহকে রাজ্যে আনল সিআইডি। পাটনার বেউর জেলে বসে বাংলায় একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত সুবোধ। ২০২২ সালে রানিগঞ্জে ডাকাতি থেকে মণীশ শুক্লা, রাজু ঝা খুনেও নাম জড়ায় সুবোধের। বাংলায় খুন-ডাকাতি-সহ বিভিন্ন অভিযোগে নাম জড়ায় সুবোধ সিংহের বিটি রোডে শ্যুটআউটের পর ব্যবসায়ীকে হুমকির ঘটনাতেও নাম জড়ায় সুবোধের। অজয় মণ্ডল-সহ একাধিক ব্যবসায়ীকে বিহারের জেলে বসে হুমকির অভিযোগ। রাজ্যে ফের শ্যুটআউট, এবার নিমতায়। উত্তর দমদমের ২৯ নং ওয়ার্ডে শ্যুটআউট। বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যক্তি, আশঙ্কাজনক অবস্থায় আর জি করে ভর্তি। মাঝেরহাটে বন্দরের জমি থেকে উচ্ছেদ হওয়া বাসিন্দারা পুনর্বাসনের দাবিতে ভিড় করলেন চেতলায় মেয়রের বাড়িতে। বেশ কিছুক্ষণ ধরে তাঁরা মেয়রের বাড়ির সামনে দাঁড়িয়ে নিজেদের ক্ষোভের কথা বলেন। পুনর্বাসনের দাবিতে সরব হন। মেয়র বাড়িতে ঢোকার সময় ২ জন প্রতিনিধিকে ডেকে কথা বলে সমস্যার সমাধানে আশ্বাস দেন। এরপর ভিড় সরে যায়। বোলপুরের পর রামপুরহাট, ফুটপাত দখল-মুক্ত করাকে কেন্দ্র করে ফের উত্তেজনা। তৃণমূল (TMC News) পুরসভার তরফে অভিযান শুরুর আগেই বিক্ষোভ। পে লোডার ঘিরে প্রতিবাদ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram