Kolkata News:বেআইনি পার্কিং দেখলেই চাকায় লাগিয়ে দেওয়া হল ক্ল্যাম্প,কোথাও থানায় নিয়ে যাওয়া হল গাড়ি
ABP Ananda LIVE: বেআইনি পার্কিং (Illegal parking)দেখলেই কোথাও চাকায় লাগিয়ে দেওয়া হল ক্ল্যাম্প। কোথাও থানায় তুলে নিয়ে যাওয়া হল আস্ত গাড়ি। মুখ্যমন্ত্রীর পার্কিং নিয়ে বার্তার পরই, শহরের উত্তর থেকে দক্ষিণ, শুরু হল পুলিশি তৎপরতা। কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাশের গলিতে বেআইনি পার্কিং বন্ধেও তৎপর হতে দেখা গেল পুলিশকে। বেআইনি পার্কিং কি চিরতরে বন্ধ হবে, না কি কয়েকদিন বন্ধ থাকার পর যে কে সেই?
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ শুভেন্দুর। 'কালীঘাটে নালার জমি দখল করে মিটিং হল তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে দেখে সুজিত বসু দত্তাবাদে জলাভূমি বুজিয়ে ফেলেছেন'। নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস কার্যালয়ে নোটিস। আরএসএস কার্যালয়ে নোটিস পাঠাল আসানসোল পুরসভা। ব্লিডিং প্ল্যান-সহ একাধিক নথি চেয়ে পাঠাল আসানসোল পুরসভা।৭ দিনের মধ্যে আরএসএস কার্যালয় সংক্রান্ত সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ। পুকুর ভরাট করে সঙ্ঘের কার্যালয় তৈরির অভিযোগ, তদন্তে পুরসভা-প্রশাসন। গতকাল সঙ্ঘের কার্যালয়ে যায় পুরসভা ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। শুক্রবার সকাল থেকে রামপুরহাট, বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙার কাজ চলছে। বুলডোজার দিয়ে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তায় চলছে অভিযান। ২ জায়গাতেই মোতায়েন পুলিশবাহিনী। অন্য়দিকে গড়িয়াহাটে রাস্তার হকারদের সমীক্ষা চালালেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। ABP Ananda Live