CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে সল্টলেকে চলছে হকার উচ্ছেদ অভিযান। ABP Ananda Live
Kolkata News: কলকাতা থেকে বিধাননগর, হাওড়া থেকে বালি। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পাশাপাশি SJDA। বিভিন্ন পুরসভা ও উন্নয়ন পর্ষদের কাজে সন্তুষ্ট নন তিনি। তা স্পষ্টতই বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেহাই পেলেন না তৃণমূলের জন প্রতিনিধিরাও। ফুটপাথ দিয়ে পথচারীদের চলার কোনও উপায় নেই, কী বব্যস্থা করছে পুলিশ? মুখ্যমন্ত্রীর (mamata Banerjee)নির্দেশের পর সক্রিয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেক্টর ফাইভে(Sector Five) জবরদখল করে রাখা ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান। যৌথ অভিযানে পুলিশ এবং পুরসভা। মুখ্যমন্ত্রীর (mamata Banerjee)নির্দেশের পর সক্রিয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেক্টর ফাইভে(Sector Five) জবরদখল করে রাখা ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান। যৌথ অভিযানে পুলিশ এবং পুরসভা। সল্টলেক-নিউটাউনে সরকারি জমি থেকে ফুটপাথ জবরদখল। প্রকাশ্যে সুজিতকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। 'সল্টলেকে সুজিত বসু লোক বসাচ্ছে, ছবি দেখালে লজ্জা পাবেন'। ABP Ananda Live