Kolkata News: ভুয়ো নথি দেখিয়ে সিম কার্ড, দেশজুড়ে প্রতারণার জাল, গ্রেফতার এক দম্পতি-সহ চারজন

ABP Ananda LIVE: ভুয়ো নথি দেখিয়ে সিম কার্ড, দেশজুড়ে প্রতারণার জাল ।কলকাতা থেকে গ্রেফতার প্রতারণা চক্রের চাঁই এক দম্পতি-সহ চারজন । বাগুইআটির একটি আবাসনে থাকেন অনির্বাণ সাহা ও তাঁর স্ত্রী দেবলীনা চক্রবর্তী। পুলিশ সূত্রে খবর, এ রাজ্যে সবথেকে বেশি জাল সিম কার্ড বিক্রি করেছেন দেবলীনা। এই কাণ্ডে বেলেঘাটা ও রামপুরহাট থেকে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। উদ্ধার হয়েছে ২৩৭টি প্রি-অ্যাক্টিভেটেড সিম কার্ড, ৮টি মোবাইল ফোন।

 

'রঘু ডাকাত', সুর চড়ালেন মহুয়া মৈত্র; নিশানায় কে ?

দুর্নীতি নিয়ে দলীয় বিধায়ককেই নিশানা তৃণমূল সাংসদের ? সদ্য জেলমুক্ত পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে নিশানা করলেন মহুয়া মৈত্র ? 'রঘু ডাকাত' বলে কটাক্ষ তৃণমূল সাংসদের। তৃণমূলের কর্মিসভায় সুর চড়ালেন মহুয়া। এ বিষয়ে যোগাযোগ করা হলেও মানিক ভট্টাচার্যর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফোন ও মেসেজ করলেও তিনি কোনও মতামত জানাননি।

দলীয় কর্মিসভায় মহুয়াকে বলতে শোনা যায়, "দল কালিমালিপ্ত হয়েছে। তাঁরা ভোটের আগে এলাকায় ঢুকবেন, মিটিং করবেন, আমাদের মেনে নিতে হবে ? আমি এগুলো বলি না, কোনও দিন বলি না। আজ বাধ্য হয়ে বলছি। যাঁরা দলকে কালিমালিপ্ত করেছেন, ডাকাত...এঁরা রঘু ডাকাত। ছিঁচকে চোর নয়, পকেট মার নয়। তিনি চোর, তাঁর বউ চোর, তাঁর ছেলে চোর। চোদ্দ গুষ্টি চোর ! "

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola