Kolkata News: নেতাজিনগর, হালতু থেকে লেকটাউন, এন্টালি। কলকাতায় বেলাগাম দুষ্কৃতী দৌরাত্ম্য়

Continues below advertisement

ABP Ananda Live: নেতাজিনগর, হালতু থেকে লেকটাউন, এন্টালি। কলকাতায় বেলাগাম দুষ্কৃতী দৌরাত্ম্য়। প্রতিবাদ করলেই জুটছে মার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পুলিশের ভূমিকা নিয়ে।

বিজেপি রাজ্য় সভাপতি বলেছেন, "বাড়ি গিয়ে পাড়ার লোককে বলা যে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ করুন। বলবে কেন করব ? কারণ নরেন্দ্র মোদির সরকার তৈরি হবে। মহিলাদেরকে বোঝান যদি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পেতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপের ফর্ম ফিলআপ করুন। ভারতীয় জনতা পার্টি সরকারে এসে অন্নপূর্ণা যোজনা তৈরি করবে। তখন আমরা দেখব। কী দেখব সেটা আর বলছি না।"

বাংলায় দলের সদস্য় সংগ্রহ অভিযান কর্মসূচির সূচনা করে ১ কোটি সদস্য় সংগ্রহের লক্ষ্য়মাত্রা বেঁধে দিয়ে গেছেন অমিত শাহ।। '২৬-এর বিধানসভা ভোটের ২ বছর আগে সেই লক্ষ্যে নেমে পড়েছে বিজেপি। সেই কর্মসূচিতে এবার বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য়ে তৈরি হল বিতর্ক। এ প্রসঙ্গে বিতর্ক হলে সুকান্ত বলেন, 'আমি এটাও বলেছি নরেন্দ্র মোদির উন্নয়নের মডেলে সামিল হওয়ার জন্য়। সেটা আপনি ভুলে গেছেন।অন্নপূর্ণা যোজনা আমরা আগেই ঘোষণা করেছি। যে ভারতীয় জনতা পার্টি সরকারে এলে অন্নপূর্ণা যোজনা শুরু করবে তিন হাজার টাকা করে।'

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram