Kolkata News: শহরে ফের দুঃসাহসিক লুঠ, অস্ত্র দেখিয়ে প্রৌঢ়ার কাছ থেকে লুঠপাট | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শহরে ফের দুঃসাহসিক লুঠ । সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বাড়ি থেকে লুঠ নগদ কয়েক লক্ষ টাকা । লুঠ করা হয়েছে সোনার গয়নাও । অস্ত্র দেখিয়ে অভিজাত পরিবারের এক প্রৌঢ়ার কাছ থেকে লুঠপাট । বাড়ির পরিচারিকা ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ পুলিশের
৫ বছরের অসুস্থ শিশু বমি করে ফেলায় 'শাস্তি'
৫ বছরের অসুস্থ শিশু বমি করে ফেলায় 'শাস্তি'। শিশুর বাবাকে দিয়ে পরিষ্কার করানো হল শিশুর বমি। চূড়ান্ত অমানবিকতার ছবি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতাল সুপার এর কাছে লিখিত অভিযোগ দায়ের
বমি পরিষ্কারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 'হাসপাতালে পর্যাপ্ত সাফাই কর্মী নেই। শিশুটির বাবা নিজেই বমি পরিষ্কার করে দেবেন বলেছিলেন', দাবি অভিযুক্ত ডাক্তারের।
আবার অগ্নিকাণ্ড কলকাতায়। এবার শিয়ালদা স্টেশন চত্বরে ভস্মীভূত হয়ে গেল প্রায় ৪০টি অস্থায়ী দোকান। গতকাল রাত দশটা নাগাদ শিয়ালদা স্টেশনের ২ নম্বর গেটের কাছে বিভিন্ন দোকানে আগুন লাগে। তার মধ্যে ফলের দোকান যেমন রয়েছে, চা ও খাবারের দোকানও রয়েছে। স্টলে প্লাস্টিক থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।