Garfa Dacoity : হাত-পা বেঁধে গৃহিণীকে শৌচাগারে বন্ধ করে রেখে লুঠপাট গড়ফায়
গড়ফায় দিনেদুপুরে ডাকাতি ! 'হাত-পা বেঁধে গৃহিণীকে শৌচাগারে বন্ধ করে রেখে লুঠপাট'। নগদ ৩০ হাজার টাকা ও গয়না হাতিয়ে চম্পট দুষ্কৃতীদের, অভিযোগ গৃহিণীর। ভরদুপুরে গড়ফার মণ্ডলপাড়ায় নির্মাণ ব্যবসায়ীর বাড়িতে হানা! মুখে রুমাল বেঁধে, টুপি পরে আসে দুষ্কৃতীরা, দাবি গৃহিণীর। ফ্ল্যাটে নেই সিসি ক্যামেরা, মেন রোডের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
Tags :
Garfa Dacoity