Deb Depabali Celebration: বারাণসীর ধাঁচে বাবুঘাটে হল দেব দীপাবলি, সেজে উঠেছে বাবুঘাট

Continues below advertisement

ABP Ananda Live: বাবুঘাটে চলছে দেব দীপাবলি। বারাণসীর ধাঁচে বাবুঘাটে হল দেব দীপাবলি। কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত হয় এই দেব দীপাবলি। প্রতিবছর কার্তিক মাসে কার্তিক পূর্ণিমার দিন আয়োজিত হয় এই দেব দীপাবলি। দেব দীপাবলি উপলক্ষে হল গঙ্গা আরতি। গঙ্গা আরতি দেখতে ভিড় জমান বহু মানুষ। দেব দীপাবলি উদযাপনের মধ্য দিয়ে সেজে উঠেছে বাবুঘাট। 

আরও খবর..

ভর সন্ধেয় কসবায় তৃণমূল কাউন্সিলর  সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ! সূত্র মারফত খবর, 'কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় বাইকে চেপে হামলার অভিযোগ উঠেছে। প্রথমে সুশান্তর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করার চেষ্টা করা হয় বলে অভিযোগ।এদিকে প্রথমে গুলি না বেরোনোয় ফের গুলি করার চেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা বলে সূত্র মারফত খবর।এরপরেই ধাক্কাধাক্কিতে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে কাউন্সিলরের বাড়ির দরজায়। এই ঘটনায় ইতিমধ্যেই হামলাকারীর মধ্যে অস্ত্র-সহ একজনকে আটক করা হয়েছে। 

'বৈদ্যবাটি পুরসভা লোকের বাড়ি কার্তিক ফেলছে! ' তৃণমূল কাউন্সিলরের ফেসবুক পোস্ট প্রকাশ্যে এল ঘটনা।  কাউন্সিলর প্যাডে কার্তিক ফেলার খরচ চেয়ে চিঠি দিয়ে বিতর্কে চুপ কাউন্সিলর।চেয়ারম্যান,বিধায়ক বললেন এটা ঠিক হয়নি।বিজেপির দাবি কাউন্সিলর প্যাডের গুরুত্ব বোঝে না এরা। কার্তিক ফেলেও তোলাবাজি করছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram