Kolkata News: ইএম বাইপাসে পথ দুর্ঘটনা, তদন্তের সূত্রে ট্যাংরায় ৩ মৃতদেহের হদিশ
ABP Ananda Live: ইএম বাইপাসে পথ দুর্ঘটনা, তদন্তের সূত্রে ট্যাংরায় ৩ মৃতদেহের হদিশ। অভিষিক্তার কাছে পথ দুর্ঘটনার সূত্রে ট্যাংরায় ৩ জনের দেহ উদ্ধার। একই পরিবারের ৩ জনের মৃত্যুতে পরতে পরতে রহস্য।
পথদুর্ঘটনার তদন্ত করতে গিয়ে ট্যাংরায় একটি বাড়ি থেকে একই পরিবারের তিন সদস্যের রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ
খাস কলকাতায় ভয়াবহ কাণ্ড! পথদুর্ঘটনার তদন্ত করতে গিয়ে ট্যাংরায় একটি বাড়ি থেকে একই পরিবারের তিন সদস্যের রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতদের মধ্যে দু'জন গৃহবধূ, একজন কিশোরী। পুলিশ সূত্রে খবর, চারতলা বাড়ির তিনতলায় তিনটি ঘরে উদ্ধার হয়েছে রোমি দে, সুদেষ্ণা দে ও প্রিয়া দে-র মৃতদেহ। এর মধ্যে প্রিয়া দে কিশোরী। প্রত্যেকেরই হাতের শিরা কাটা অবস্থায় ছিল। তাঁরা নিজেরাই হাতের শিরা কেটে আত্মঘাতী হয়েছেন নাকি তাঁদের খুন করা হয়েছে? তদন্তে পুলিশ।