Kolkata News: এবার এক্সাইড মোড়ে হেলে পড়ল বহুতল, পুরনো একটি বাড়ি হেলে পড়েছে বহুতলের গায়ে
ABP Ananda LIVE : বাঘাযতীন, বেলেঘাটা, ট্যাংরা, তপসিয়ার পর এবার এন্টালি, এক্সাইড। ছাতুবাবু লেনে হেলে পড়ল তিন বহুতল। আতঙ্কে বাসিন্দারা। চৌরঙ্গি রোডে পুরনো বহুতল হেলে পড়েছে পাশের ভবনে।এক্সাইড মোড়ের অদূরে হেলে পড়ল বহুতল। পুরনো একটি বাড়ি হেলে পড়েছে বহুতলের গায়ে। ঘটনায় স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।
আজ থেকেই হাওয়া বদল, বাড়বে উত্তুরে হাওয়ার দাপট
আজ থেকেই হাওয়া বদল। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কাল থেকে ফের নামবে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। পারদ-পতনের পর দু’-এক জায়গায় শীতল দিনের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাল থেকে মঙ্গলবারের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট। জাঁকিয়ে শীতের সম্ভাবনা এখন নেই। উল্টে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী সপ্তাহের শেষে ফের তাপমাত্রা বাড়বে।