Kolkata News: সাতসকালে শহরে ভয়াবহ অগ্নিকান্ড, নাগেরবাজারে আগুনের কবলে গেঞ্জির কারখানা।

Continues below advertisement

Kolkata Update: শহরে আরও একটা অগ্নিকাণ্ড। পার্কস্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গাস্টিন প্লেস, চৌবাগা, মাঠপুকুরের পর এবার নাগেরবাজার Nagerbazar)। স্থানীয় সূত্রে খবর, রাত তিনটে নাগাদ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপরই নাগেরবাজারের কাছে ২৯ নম্বর যশোর রোডে গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন (Fire Incident) লেগে যায়। বৃষ্টির মধ্যেই দাউদাউ করে ছড়াতে থাকে আগুন। দমকলের ২০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আশেপাশে একাধিক কারখানা, বসতি এলাকা রয়েছে। দ্রুত আগুন না নেভানো গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের একাংশের অভিযোগ, দমকল দেরি করে আসাতেই বিপত্তি বাড়ে। যদিও দমকল সূত্রে দাবি, ভোর ৩.৪০ নাগাদ আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় ইঞ্জিন। ABP Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram