Kolkata News : ছানি কাটিয়ে দৃষ্টিহীন ২ রোগী, বাকি ১৬ জনের দৃষ্টি ফেরানোর জন্য কী ব্যবস্থা আরআইও-র?

Continues below advertisement

ABP Ananda Live : গার্ডেনরিচে সরকারি হাসপাতালে ছানি অপারেশন করিয়ে ১ চোখের দৃষ্টি হারালেন ২ রোগী। বাকি ১৬ জনের দৃষ্টি ফেরানোর চেষ্টা চলছে, দাবি আরআইও-র। গার্ডেনরিচে ছানি অপারেশন করে নষ্ট হয়ে গেল ২ রোগীর একটি করে চোখ। ১৮ জন রোগীর মধ্যে ২ জনের একটি করে চোখে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। অন্য চোখে যাতে সংক্রমণ না ছড়ায়, তার চেষ্টা চলছে। বাকি ১৬ জনের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া যাবে বলে আশাবাদী চিকিৎসকরা', খবর রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি সূত্রে।

আরও খবর, জয়ন্তকাণ্ডের পর বৈঠকে সৌগত রায় ও মদন মিত্র। 'দলের বিরুদ্ধে কেউ বাইরে কিছু বলবেন না'। 'অতীতে কোনও কিছু ভুল হলে সংশোধন করা হবে', বললেন সৌগত রায়। 'যা হয়েছে ভুল হয়েছে, সংশোধন করে নেব, আগামীতে হবে না', বললেন সৌগত রায়। 'গোপাল বলেছে, আমিও বলছি, জয়ন্ত সিংহ এতবড় বাড়ি করেছে, আমরা জানি না'। 'আগে যখন মারধর করেছিল, তখন গ্রেফতার হয়েছিল, দেড়মাস কাস্টডিতে ছিল জয়ন্ত'। 'পুলিশ যথেষ্ট কড়া ধারা দিয়েছিল জয়ন্তর বিরুদ্ধে'। 'পুলিশকে বলেছি জয়ন্তকে কঠোরতম শাস্তির জন্য কড়া ধারা দিতে', বললেন সৌগত রায়। 'তৃণমূল কংগ্রেস কোনও বড় প্রোমোটারের সঙ্গে সম্পর্ক রাখবে না', বললেন সৌগত রায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram