Indian Railway: চলন্ত ট্রেনে তরুণীকে কটূক্তি, পুলিশের ভূমিকায় প্রশ্ন। ABP Ananda Live

Continues below advertisement

RG Kar News: আর জি কর-কাণ্ডের আবহে এবার চলন্ত লোকাল ট্রেনের মধ্যে তরুণীকে কটূক্তি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল। রেল পুলিশের বিরুদ্ধে উঠল, অভিযুক্তদের মদত দেওয়া ও অভিযোগকারিণীর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ। ঘটনায় ৩ অভিযুক্তকে আটক করা হয়েছে। তরুণীর দাবি, রাত সাড়ে ৯টা নাগাদ ঢাকুরিয়া থেকে বনধুর সঙ্গে শিয়ালদাগামী লোকাল ট্রেনে ওঠেন। ট্রেনের মধ্যে বনধুর কাঁধে মাথা রাখায় আপত্তি করেন এক মহিলা যাত্রী। তখনই তিন যুবক তাঁকে উদ্দেশ করে কটূক্তি করে ও ছবি তুলে সোশাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেয়। বচসার মধ্যেই শিয়ালদা স্টেশনে নেমে এক যুবকক চড় মারেন তরুণী। তার জেরে তরুণীর বনধুকে স্টেশনে ফেলে মারধর করা হয়। আউটপোস্টে আরপিএফের সামনেও অভিযুক্তরা হুমকি দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তরুণীর দাবি, এক পুলিশকর্মীও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। SRP শিয়ালদার সঙ্গে এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram