Kolkata News: ফুটপাত খালি করতে কড়া হুঁশিয়ারি, ক্ষোভ উগরে দিলেন হকাররা। ABP Ananda Live
ABP Ananda Live: দক্ষিণে গড়িয়াহাট থেকে উত্তরের হাতিবাগান, কিম্বা, নিউ মার্কেট চত্বর। মুখ্য়মন্ত্রীর নির্দেশের পরই, অভিযান চালাল পুলিশ। নিউ মার্কেটে ভ্য়ানে করে, সামগ্রী সমেত সরিয়ে নিয়ে যাওয়া হল দোকানদের।
বাঙালির শপিং ডেস্টিনেশন বললেই চোখের সামনে ভেসে ওঠে উত্তরে হাতিবাগান থেকে, দক্ষিণে গড়িয়াহাট ...কিংবা কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট চত্বরের এই ছবিগুলো।মুখ্য়মন্ত্রীর হুঁশিয়ারির পর, মঙ্গলবার সেসব জায়গায় ফুটপাত দখলমুক্ত করতে তৎপর হল পুলিশ প্রশাসন। মঙ্গলবার বিকেলে, নিউ মার্কেট থানা এলাকায়, চৌরঙ্গী স্কোয়ার ও সংলগ্ন রাস্তায় অভিযান চালায় পুলিশ। একের পর এক দোকানের সামগ্রী তোলা হয় পুলিশের গাড়িতে। নিউ মার্কেটে পুলিশি অভিযান মুখ্য়মন্ত্রীর বার্তার পর দখলমুক্ত করা হল ফুটপাত।
গ্র্য়ান্ড হোটেলের লাগোয়া চৌরঙ্গী স্কোয়ারে। ফুটপাত দখলমুক্ত অভিযান। আধিকারিকরা এসেছে। সামগ্রী তুলছেন। পুলিশের ভ্য়ানে তুলে নিয়ে যেতে হচ্ছে। পুলিশের কথা মতো কাজ হচ্ছে। সকাল থেকে কলকাতার বিভিন্ন রাস্তায় অভিযান। বিকেলে নিউ মার্কেটে।