Kolkata News: হাইকোর্টের নির্দেশে অবশেষে সল্টলেকের নয়াপট্টিতে ভাঙা হল ক্লাবের বেআইনি নির্মাণ
Continues below advertisement
ABP Ananda LIVE: হাইকোর্টের (High Court)নির্দেশে অবশেষে সল্টলেকের(saltlake) নয়াপট্টিতে ভাঙা হল ক্লাবের বেআইনি নির্মাণ। আগে তিনবার আদালতের নির্দেশ সত্ত্বেও বাধার মুখে পড়ে নির্মাণ ভাঙতে পারেনি পুরসভা। নির্মাণের কোনও প্ল্যান ছিল না, স্বীকার করেছেন খোদ তৃণমূল কাউন্সিলরও। যা নিয়ে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা।
Continues below advertisement