Horizon Group Annual Art Show :শুরু হল 'হরাইজন গ্রুপ'-এর অ্য়ানুয়াল আর্ট শো। চলবে ৬ জানুয়ারি পর্যন্ত

Continues below advertisement

ABP Ananda LIVE : শুরু হল 'হরাইজন গ্রুপ'-এর অ্য়ানুয়াল আর্ট শো। আকাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্য়ালারিতে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর। ৩১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।

আরও খবর,

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙড় রণক্ষেত্র। দলের দুই নেতা আরাবুল ইসলাম এবং সওকত মোল্লা পরস্পরকে আক্রমণ করছেন। সেদিনই পুরমন্ত্রী এবং তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য় ফিরহাদ হাকিমের মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য়। তিনি বলেন, "আমি বলব না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গাজলে স্নান করে এসেছে। মাথা গরম মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে। আবার নিশ্চিতভাবে অসৎ মানুষ আছে তাদের থেকেও সতর্ক থাকতে হবে। আমাদের নেত্রী তো সেদিন সন্দেশখালিতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না। সুতরাং এগুলো হচ্ছে ইঙ্গিত যে খারাপ মানুষকে ত্যাগ করুন, সত্যিকারের ভাল মানুষের পাশে থাকুন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram