Kolkata News: খাস কলকাতায় হাসপাতালের মধ্যে থেকে একি উদ্ধার? দেখলে শিউরে উঠবেন
Kolkata Update: কলকাতার বুক চমকে দেওয়া ঘটনা। শিরোনামে ফের এক হাসপাতালের নাম। এবার বেলেঘাটা আই ডি হাসপাতালের একটি ঘটনায় রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় রোগীদের। হাসপাতালের ভিতরে ঝোপ থেকে উদ্ধার হল মানুষের মাথার খুলি ও হাড়গোড়। সূত্রের খবর, হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই জঙ্গল পরিস্কার করছিলেন ২ সাফাই কর্মী। সেই সময়ই মাথার খুলি সহ বহু হাড়গোড় পাওয়া যায়। ওই হাসপাতালেরই এক পরিত্যক্ত মর্গের বাইরে একটি এলাকায় ঝোপ হয়েছিল। সেই জঙ্গল পরিষ্কার করতে গিয়েই ভিতর থেকে উদ্ধার হয় মানুষের হাড়। দুই দিন আগেই ওই হাসপাতাল থেকে খুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এরপর শুক্রবার আবার উদ্ধার হল হাড়গোড়। বৃহস্পতি ও শুক্রবার এই হাড়গোড় পান সাফাই কর্মীরা।