Kolkata News: আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত হল অনুষ্ঠান। ABP Ananda Live

Continues below advertisement

Kolkata Update: আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস উপলক্ষে শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করল বেঙ্গল এভিজিসি-এক্সআর অ্যাসোসিয়েশন। অ্যানিমেটর হিসেবে কেরিয়ার গড়তে কোন পথে এগোতে হবে, দেশ বিদেশে অ্যানিমেশনের নিত্য-নতুন কাজ-সহ বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেন বিশিষ্টরা। হাতে-কলমে বিষয়টি তুলে ধরেন বিখ্যাত অ্যানিমেটর ও পরিচালক সুরেশ এরিয়াত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভিজিসি-এক্সআরের চেয়ারম্যান আশিস কুলকার্নি, বেঙ্গল এভিজিসি-এক্সআরের ভাইস প্রেসিডেন্ট নিলয়কান্তি বিশ্বাস, ওয়েবেলের চেয়ারম্যান সুতীর্থ ভট্টাচার্য ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় দাস। আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস উপলক্ষ্যে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি বাবুল সুপ্রিয়। অ্যানিমেশনকেই কেরিয়ার হিসেবে বেছে নিচ্ছেন নতুন প্রজন্মের চিত্রশিল্পীরা। কাগজ-ক্যানভাসে আঁকার গণ্ডিতে আটকে না থেকে নিজেদের ভাবনাকে তাঁরা ছড়িয়ে দিতে এই মাধ্যমকে ব্যবহার করছেন। ছবিতে মোশন এনে তৈরি হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেটরদের স্বপ্ন, মুম্বই যেমন সিনেমা-নগরী, তেমনই বাংলা হয়ে উঠুক অ্যানিমেশনের পীঠস্থান।
 
 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram