Jayant Singh: গ্রেফতারির পরেও বেপরোয়া জয়ন্ত, 'যা বলার আমার আইনজীবী বলবেন', বললেন আড়িয়াদহের ত্রাস।

Continues below advertisement

West Bengal News: এই প্রথম নয়, আগেও জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ আছে। আড়িয়াদহের এক প্রোমোটারের অভিযোগ, ২০২৩ সালের জুলাই মাসে তাঁর ওপর হামলা চালিয়েছিল এই জয়ন্ত সিং। একটা গুলি বাইকে এবং একটা গুলি তাঁর পায়ে লাগে। সেই সময় জয়ন্ত সিং ও তাঁর দলবল গ্রেফতার হলেও, জামিনে ছাড়া পেয়েই ফের এলাকায় অপরাধমূলক কাজ করতে থাকে। জেল থেকে ছাড়া পেয়ে ফের সন্ত্রাস শুরু করে তৃণমূলের জয়ন্ত, দাবি প্রোমোটারের। আড়িয়াদহে গণপিটুনির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মদন-ঘনিষ্ঠ জয়ন্তকে। রথযাত্রা উৎসবের মধ্যে সোমবারই খুলছে পুরীর মন্দিরের রত্নভাণ্ডার। না খুললে ভাঙা হবে তালা। রত্নভাণ্ডার নিয়ে নবগঠিত কমিটির বৈঠকে সিদ্ধান্ত। বৈদুর্যমণি, নীলকণ্ঠমণি-সহ একাধিক মূল্যবান রত্ন রয়েছে জগন্নাথধামের ভাণ্ডারে, দাবি পাণ্ডাদের। ABP Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram