Kolkata News: জোড়াবাগানে মর্মান্তিক ঘটনা, ধৃত প্রোমোটার
ABP Ananda Live: বাড়ি দখল করতে প্রোমোটারের বিরুদ্ধে খুন করার অভিযোগ উঠেছিল। আদালতের ভর্ৎসনার পর দু-মাসের পুরোনো মামলায় দু-ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত প্রোমোটারের নাম সঞ্জীব দে। আগেই মৃতের পরিবার প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল।
কারও হাতে বেশি ক্ষমতা চলে গেলে অপব্যবহার করা হয়: সৌগত রায়
“৪ এপ্রিল আমাদের সাংসদরা নির্বাচন কমিশনে গিয়েছিলেন স্মারকলিপি দিতে। আমি মিছিলে যাইনি। বিজয় চকে অপেক্ষা করছিলাম। আমি চোখে দেখিনি। সত্যি বলে থাকলে দলের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। পুলিশকে বলার মতো ঘটবে কেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ ছিলেন। ওয়াকফ বিলের দিন ছাড়া আসতে পারেনি। ফলে সবটা ম্যানেজ করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হচ্ছিল না। কারও হাতে বেশি ক্ষমতা চলে গেলে অপব্যবহার করা হয়,” সৌগত।