Kolkata News: 'রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ইউনিয়ন রুম খোলা যাবে না', নির্দেশ বিচারপতি সৌমেন সেনের

ABP Ananda LIVE :নির্বাচন ছাড়া বাকি সময় বন্ধ রাখতে হবে কলেজের ইউনিয়ন রুম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ছাত্র ইউনিয়ন রুম খোলা যাবে না। সাউথ ক্যালকাটা ল কলেজের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে যখন পরিস্থিতি উত্তপ্ত, সেই আবহে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, ছাত্র সংসদের নির্বাচন করানো নিয়ে রাজ্যের অবস্থানও জানতে চাওয়া হল। হলফনামা দিতে বলা হয়েছে রাজ্যকে। (Calcutta High Court)। কসবাকাণ্ডের পর থেকে ঘুরেফিরে একটা প্রশ্ন বার বার উঠে আসছিল যে, বছরের পর বছর যেখানে ছাত্র সংসদের নির্বাচন হয় না, সেখানে ইউনিয়ন নেতাদের এত দাপট, এত প্রভাব হয় কী করে? এদিন আদালত সেই বিষয়টিকে সামনে রেখেই এই মুহূর্ত থেকে কলেজের সমস্ত ইউনিয়ন রুম এবং স্টুডেন্ট রুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বিচারপতি সেন জানিয়েছেন, অত্যাবশ্যকীয় পরিস্থিতিতে, উচ্চ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেই ইউনিয়ন রুম, স্টুডেন্ট রুম খোলা যাবে না। (South Calcutta Law College Case)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola