Kolkata News: রাত বাড়তেই দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি, দীপাবলির রাতে কলকাতায় গ্রেফতার ৬৪০

Continues below advertisement

ABP Ananda Live: এবারও দীপাবলিতে শব্দ দানবের দাপট। রাত বাড়তেই দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি। দীপাবলির রাতে কলকাতায় গ্রেফতার ৬৪০। বাজি সংক্রান্ত অভিযোগে গ্রেফতার ১৮৩। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার ৪৫১, জুয়া খেলার অভিযোগে ধৃত ৬। বাজেয়াপ্ত ৮৫২.৪৫ কেজি নিষিদ্ধ বাজি ও ৬৮ লিটার মদ। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার ৮৮২। 'গত বছরের তুলনায়, এ বছর শব্দদূষণের মাত্রা কম'।  '১০০-এরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে' । আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে, জানালেন সিপি।

 

আগুন নেভাতে ঘটনাস্থলে হাজির অন্তত দমকলের ২০টি ইঞ্জিন। প্রচুর ফোমের ব্যবস্থাও করা হয়। ঘটনাস্থল জুড়ে প্রচুর সিলিন্ডার থাকায় আতঙ্ক ছড়িয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুনের উৎসস্থলে পৌঁছনো যায়নি। পাঁচিল ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টায় দমকল কর্মীরা। এদিকে ভিতরে কোনও শ্রমিক আটকে পড়েছেন কি না, তাও এখনও স্পষ্ট নয়।

দমকলের এডিজি অভিজিৎ পান্ডে বলেন, 'পাশের গেঞ্জি কারখানাতেও ছড়িয়েছে আগুন। দুটোই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে'। দমকলের আধিকারিকরা বলেন, “পাঁচিল ভেঙে ভিতরে ঢোকা হয়েছে। পাশের গেঞ্জি কারখানার আগুন দ্রুতই আয়ত্তে আসবে। তবে রংয়ের কারখানার আগুন নিয়ন্ত্রণে বেশ খানিকটা সময় লাগবে। কারখানার ভিতরে কেউ ছিল কি না, এখনও আমরা জানতে পারিনি।”  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola