Kolkata News : টানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ, জলমগ্ন কামারহাটির বিস্তীর্ণ এলাকা

ABP Ananda LIVE: নিম্মচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কাল পর্যন্ত চলবে বৃষ্টি। আজও দঃ ২৪ পরগনা, হাওড়া-সহ ৬ জেলায় ভারী বর্ষণ। কমবে বৃহস্পতিবার থেকে। কাল পর্যন্ত বৃষ্টি। টানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ, জলমগ্ন কামারহাটির বিস্তীর্ণ এলাকা

 

Kolkata News: প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা? অন্তর্বর্তী উপাচার্যকে বেলাগাম আক্রমণে TMCP, 'জোর করে ঢুকে আন্দোলন', ছাত্রের বিরুদ্ধে FIR !

 TMCP-র প্রতিষ্ঠাদিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ঘিরে বিতর্ক। প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা? অন্তর্বর্তী উপাচার্যকে বেলাগাম আক্রমণে TMCP। অন্তর্বর্তী উপাচার্যের যোগ্যতা নিয়েই TMCP-র সাধারণ সম্পাদকের প্রশ্ন । অন্তর্বর্তী উপাচার্যকে ব্যক্তিগত আক্রমণে শাসক দলের ছাত্র নেতা। কলেজ স্কোয়ারে দেখা হতেই শিক্ষামন্ত্রীর কাছে নালিশ, দাবি ছাত্র নেতার। 'এসব কথার জবাব দেওয়া মানে চেয়ারের সম্মান নষ্ট করা', TMCP নেতা অভিরূপ চক্রবর্তীর আক্রমণের জবাব অন্তর্বর্তী উপাচার্যের।

শাসক দলের আক্রমণের মুখেও অনড় অন্তর্বর্তী উপাচার্য। 'রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের জন্য দিন বদল নয়'
২৮ অগাস্ট স্নাতকোত্তরের ১৫টি বিষয়ের পরীক্ষায় অনড় অন্তর্বর্তী উপাচার্য। 'জোর করে ঢুকে আন্দোলন', ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের FIR দায়ের করা হয়েছে। মূলত ২৮ অগাস্ট দুপুর ২ থেকে স্নাতকোত্তরের পরীক্ষা। পরীক্ষা সূচি নিয়েও আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের। 'দিল্লির ইশারায় চলা রাজনৈতিক অপকৌশল', পরীক্ষা সূচি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেনজির আক্রমণ TMCP-র রাজ্য সভাপতির। 'পরীক্ষা দিতে হবে, এটা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ নয়। দল দেখতে গেলে তো, সব দল দেখে পরীক্ষা করাতে হবে। দলের অনুষ্ঠানকে বিচার করে পরীক্ষা ফেলতে হবে এটাই তো অগণতান্ত্রিক', প্রতিক্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে-র।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola