Vijay Diwas :প্রতি বছরের মতো এবছরও কলকাতার বুকে পালিত হল 'বিজয় দিবস',উপস্থিত ছিলেন রাজ্যপাল
ABP Ananda LIVE : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। সেই ঐতিহাসিক দিনের স্মরণে, প্রতি বছরের মতো এবারও কলকাতার বুকে পালিত হল 'বিজয় দিবস'। মঙ্গলবার ফোর্ট উইলিয়ামে'বিজয় দিবসের' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল থেকে শুরু করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক সেনাকর্তা সহ মুক্তিযোদ্ধারাও।
আরও খবর...
আর জি কর মামলা হাইকোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট
আর জি কর মামলা হাইকোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। চিকিৎসক ধর্ষণ-খুনের স্বতঃপ্রণোদিত মামলা ফেরত। কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন হচ্ছে কি না, নজরদারি করতে পারবে হাইকোর্ট। নির্দেশ বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার। সুপ্রিম কোর্টে জমা পড়া CBI-এর স্ট্যাটাস রিপোর্টের কপি পাবে নির্যাতিতার পরিবার।
যুবভারতীতে বিশৃঙ্খলা, ঘটনাস্থলে ফরেন্সিক দল
যুবভারতীতে বিশৃঙ্খলা, ঘটনাস্থলে ফরেন্সিক দল। যুবভারতীকাণ্ডের তদন্তে আরও ৪জনকে নিযুক্ত করল SIT। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার জন্য কারা দায়ী ? তদন্তে SIT। তদন্ত কমিটিতে ডেপুটি কমিশনার থেকে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। বিধাননগর দক্ষিণ থানায় দায়ের জোড়া FIR-এর তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল। SIT-এ অন্তর্ভুক্ত করা হবে কলকাতা এবং রাজ্য পুলিশের আরও কয়েকজনকে: সূত্র।