Kolkata News: ল'কলেজে 'গণধর্ষণ', মিলল নির্যাতনের ভিডিও, পুলিশ সূত্রে খবর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ল'কলেজে 'গণধর্ষণ', মিলল নির্যাতনের ভিডিও, পুলিশ সূত্রে খবর । ধৃত একজনের মোবাইলে মিলল নির্যাতনের ভিডিও, পুলিশ সূত্রে খবর । নির্যাতনের ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ কলেজ ছাত্রীর । ল'কলেজে 'গণধর্ষণ', সাড়ে ৭ ঘণ্টার CCTV ফুটেজ উদ্ধার । ঘটনার দিন দুপুর ৩.৩০ থেকে রাত ১০.৫০ পর্যন্ত CCTV ফুটেজ উদ্ধার । অভিযোগকারিণীর বক্তব্যের সঙ্গে ফুটেজ মিলিয়ে দেখছে পুলিশ
আরও খবর...
আরজি কর কাণ্ডের ১০ মাসের মাথায় খাস কলকাতার কলেজে 'গণধর্ষণ!' কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যেই ছাত্রীর ওপর 'নির্যাতন'। 'ছাত্রসংসদে শ্লীলতাহানির পর গার্ডরুমে নিয়ে গিয়ে গণধর্ষণ,' বিস্ফোরক দাবি অভিযোগকারিণীর। মূল অভিযুক্ত তৃণমূল নেতা, গভর্নিং বডির সুপারিশেই কলেজে চাকরি। গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে পথে বাম-বিজেপি-কংগ্রেস-AIDSO। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দু অধিকারীর। 'বাংলা বলেই কড়া ব্যবস্থা হয়,' বলছে তৃণমূল। সময়সীমা শেষ, 'DA দিতে আরও ৬ মাস,' বলছে রাজ্য, দায়ের অবমাননার মামলা।
কসবাকাণ্ডে আজও প্রতিবাদের ঢেউ। বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল গড়িয়াহাটে। গড়িয়াহাটে মিছিল শুরু হওয়ার আগেই তাদের আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙতেই অ্যাকশনে নেমে পড়ে পুলিশ। একের পর এক বিজেপি নেতা-কর্মীকে পাকড়াও করা হয়। আটক করা হয় সুকান্ত মজুমদারকেও। প্রিজন ভ্যানে তোলা হয়েছে রাজ্য বিজেপির সভাপতিকে। বিজেপির বিক্ষোভ ঘিরে ধরপাকড়ে কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে গড়িয়াহাট মোড়।