Kolkata News: 'আমাদের হৃদয়ে মনোজিৎ দাদা', এখনও কলেজের নীল দেওয়ালে লেখা জ্বলজ্বল করছে | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ১৫দিন পার, এখনও 'হৃদয়ে' গণধর্ষণ অভিযুক্ত মনোজিৎ! 'আমাদের হৃদয়ে মনোজিৎ দাদা', এখনও কলেজে দেওয়াল লিখন!

আরও খবর...

জলপাইগুড়িতে তৃণমূল নেতার গাড়িতে মদের আসর, সঙ্গী বিজেপি নেত্রী ! এমনই গুরুতর অভিযোগ উঠেছে। ডুয়ার্সের আপালচাঁদ জঙ্গলের রাস্তায় তৃণমূল নেতার গাড়িতে চলছিল পার্টি। গাড়িতে ছিলেন তৃণমূল নেতা পঞ্চানন রায় এবং বিজেপি নেত্রী দীপা বণিক, এমনই অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, পঞ্চানন রায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি। অন্যদিকে দীপা বণিক বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী। এক গাড়িতে প্রতিপক্ষ দুই নেতা-নেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আর এই ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল-বিজেপি উভয় পক্ষই। 

তবে এই ঘটনায় তাঁদের ফাঁসানো হয়েছে বলেই দাবি করেছেন পঞ্চানন রায় এবং দীপা বণিক দুজনেই। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জঙ্গলের রাস্তায় তৃণমূল নেতার গাড়ির মধ্যে চলছিল পার্টি। স্থানীয়দের আরও দাবি, তৃণমূল নেতার গাড়ির পিছনের সিটে বসেছিলেন বিজেপি নেত্রী দীপা বণিক এবং তাঁর সামনেই রাখা ছিল মদের গ্লাস। ঠিক কী চলছে তা জানতে গাড়ির বাইরে দাঁড়িয়ে প্রশ্ন করেন স্থানীয় বাসিন্দাদের কয়েকজন। তখনই সবটা সামনে আসে। স্থানীয় বাসিন্দাদের একজনকে বলতে শোনা যায় 'এই রাতের অন্ধকারে জঙ্গলের পাশে গাড়িতে কী করছেন? এটা বসার জায়গা?আবার মদ খাচ্ছেন রাস্তার মধ্যে বসে?' ভিডিওতে দেখা গিয়েছে বিজেপি নেত্রী বলছেন, 'একসাথে বসতেই পারি আমরা। ১০০ বার। অসুবিধা কী আছে তোমাদের?' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola