Kolkata News: 'আমি খুব শকড হয়েছি', হামলার ঘটনায় প্রতিক্রিয়া সুশান্তর। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda live: প্রকাশ্য রাস্তায় গুলি করে খুনের চেষ্টা, নিরাপত্তা বাড়ল সুশান্ত ঘোষের। আরও ২ জন নিরাপত্তারক্ষী বাড়ানো হল। হামলার পর সুশান্তর নিরাপত্তায় মোতায়েন ৪ রক্ষী। কসবায় ভরসন্ধেয় আক্রান্ত কাউন্সিলর, জালে 'মূল চক্রী' ইকবাল। 'বাইকে চেপে হাওড়া হয়ে বর্ধমানের দিকে পালানোর সময় পাকড়াও'। 'বাইকে চেপে জাতীয় সড়ক দিয়ে পালানোর সময় নাকা চেকিং'। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গলসি থানার তল্লাশি, জালে ইকবাল: সূত্র। তৃণমূল কাউন্সিলরের উপর হামলা, নেপথ্যে কি শুধুই ইকবাল? কে এই ইকবাল? কেন তৃণমূল কাউন্সিলরকে খুনের সুপারি? এখনও ধোঁয়াশা । সুশান্ত ঘোষের উপর হামলা, ট্যাক্সিচালক-সহ ২জন গ্রেফতার। 'হামলার ব্লুপ্রিন্ট তৈরি করেছিল ইকবালই আফরোজ গুলজার'। 'বন্দর এলাকায় হামলাকারীদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল ইকবালই'। 'কাউন্সিলরের উপরে হামলায় ১০ হাজার টাকা সুপারি দিয়েছিল ইকবাল'। কসবাকাণ্ডে ধৃত হামলাকারী যুবরাজকে জেরা করে দাবি পুলিশের: সূত্র। কেন হামলা, নেপথ্যে আর কারা? ধৃতদের জেরা করে জানতে চায় পুলিশ। বিহারের বৈশালীর বাসিন্দা হামলাকারী যুবরাজ সিংহ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram