Kolkata News: অ্যাক্রোপলিস মলের পিছনে ফের হেলে পড়ল পাঁচতলা বাড়ি

ABP Ananda Live: কলকাতায় ফের হেলে পড়া বহুতলের হদিশ। এবার কসবার রাজডাঙায় হেলে পড়া বহুতলের হদিশ মিলল। অ্যাক্রোপলিস মলের পিছনে পাঁচতলা বাড়ি। বাসিন্দাদের অভিযোগ, ধীরে ধীরে হেলে পড়ছে বহুতল। বাড়ির ডানদিকে মাটি থেকে উচ্চতা যেখানে প্রায় ১১ ফুট, বাড়ির বাঁ দিকের অংশের উচ্চতা মেরেকেটে ৬ ফুট। ভয়ের চোটে নিজেদের ফ্ল্যাট ছেড়ে অন্যত্র থাকছেন বহুতলের কোনও কোনও বাসিন্দা। কেউ আবার প্রাণ হাতে করে হেলে পড়া বহুতলেই রয়েছেন। পুরসভা ও স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। খোঁজ নিয়ে দেখার কথা জানিয়েছেন ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না। 

তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আর জি করে নিহত চিকিৎসকের মা-বাবা

এবার তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন নিহত চিকিৎসকের মা-বাবা। দুপুরে হাসপাতালে গেলেও, বাড়িতে দেহ নিয়ে ঢোকা পর্যন্ত পরিবারের সঙ্গে একবারের জন্যও কাউন্সিলর ও বিধায়ক যোগাযোগ করেননি বলে অভিযোগ। অন্যদিকে, ওই দিনই দীর্ঘ সময় আর জি কর হাসরপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তাঁরা বৈঠক করেছিলেন বলেও অভিযোগ তুলেছে অভয়ার পরিবার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola