Kolkata News: কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার নেপথ্যে কি রয়েছে জমি-বিবাদ?

Continues below advertisement

ABP Ananda Live: কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার নেপথ্যে কি রয়েছে জমি-বিবাদ? প্রশ্নটা উঠছে কারণ, গ্রেফতার হওয়ার পর মূল চক্রী আফরোজ খান ওরফে গুলজারের মুখে উঠে এসেছে ২ হাজার বর্গফুটের জমি দখলের কথা। কসবার ১০৮ নম্বর ওয়ার্ডের, গুলশন কলোনির ২ হাজার স্কোয়ারফিটের গুদামঘর ঘিরেই বিবাদের সূত্রপাত বলে অভিযোগ। লালবাজার সূত্রে খবর, বিহারের জামুইয়ে আসল বাড়ি গুলজারের। এক সময় কাজ করত দুবাইয়ে। সেখানে থেকে  আয় করা টাকা দিয়ে ২০১১-১২ সালে কসবায় গোডাউন কেনে সে। অভিযোগ, সুশান্তর অনুগামীরা সেটি দখল করে নেয়। বার বার চেয়েও ফেরত না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে গুলজার। তারপরই হামলার ছক। ধরা পড়ার পর গুলজার যে জমির কথা বলেছিল, সেটি আসলে গোডাউন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram