TMC Councilor: গত ১৫ বছরে কসবায় সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ। বিস্ফোরক দাবি সুশান্ত ঘোষের

Continues below advertisement

ABP Ananda Live: দুহাজার স্কোয়ারফুটের গোডাউন, নাকি একশো কুড়ি বিঘা জমি? কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনার নেপথ্য়ে আসলে কী? ধৃতের দাবি, তাঁর বারোশো স্কোয়ার ফুটের গোডাউন দখল করার বদলা নিতেই সুশান্তকে খুনের ছক কষা হয়। যদিও সুশান্ত-শিবিরের দাবি, বাইপাস লাগোয়া একশো কুড়ি বিঘা জলাজমি দখলের চেষ্টা রুখে দেওয়ার জেরেই টার্গেট হন কাউন্সিলর। তবে অনেকেই মনে করছেন, বাইপাস লাগোয়া জলাজমি বুজিয়ে, কোটি কোটি টাকার যে খেলা চলে, দুষ্কৃতীদের সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে।

 

শাসকদলের নেতার উপর হামলায় প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে কেউ প্রশ্ন তুলছেন, ইনটেলিজেন্স নিয়ে, কেউ বলছেন গয়ংগচ্ছ রুটিন। পুলিশকে নিয়ে প্রকাশ্য়ে আসছে একের পর এক শাসক নেতার ক্ষোভ। কিন্তু তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনার পরই কেন পুলিশের ভূমিকা নিয়ে এত সমালোচনা? প্রশ্ন তুলে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। (Susanta Ghosh)

কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলর ও বরো চেয়ারম্য়ান সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা খাস কলকাতার আইনশৃঙ্খলা ব্য়বস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আর সেই থেকে তৃণমূলেরই একাংশ যেভাবে পুলিশের সমালোচনা করছে, তা আবার কার্যত বিরোধীদেরও হার মানিয়ে দেবে। এর নেপথ্য়ে তৃণমূলের অন্দরের সমীকরণ আছে কি না, তা নিয়ে জল্পনার মধ্য়েই বিরোধীরা প্রশ্ন করছেন। (TMC News)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram