Kolkata Metro: শুরু হতে চলেছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড-শিয়ালদা অংশের বাণিজ্যিক পরিষেবা?

ABP Ananda Live: গ্রিন লাইনের 'মিসিং লিঙ্ক' কি গ্রিন সিগন্যাল পেতে চলেছে? শুরু হতে চলেছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড-শিয়ালদা অংশের বাণিজ্যিক পরিষেবা? রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদা অংশ পরিদর্শন করেন নর্থ-ফ্রন্ট সার্কলের কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিঙ্ঘল। CRS-এর সঙ্গে ছিলেন নির্মাণকারী KMRCL ও কলকাতা মেট্রোর আধিকারিকরা। বার বার তিনবার! ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার। ফলে ওই অংশের কাজ শেষ হতে দেরি হয়েছে। এতদিন গ্রিন লাইনে মেট্রো চলছিল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। এসপ্ল্যানেড থেকে শিয়ালদার মধ্যে বউ বাজারের সমস্যা থাকায় ওই অংশে এখনও মেট্রো চলাচল শুরু হয়নি। এদিন ওই অংশই পরিদর্শন করেন CRS. খতিয়ে দেখা হয় ট্র্যাক, টানেল, ভেন্টিলেশন, আপৎকালীন ব্যবস্থা প্রভৃতি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola