Kolkata News: কলকাতায় লুঠ ২ কোটি টাকা, ট্যাক্সি থেকে নামতেই চড়াও ২ দুষ্কৃতী

ABP Ananda Live: কলকাতায় লুঠ ২ কোটি টাকা। এন্টালিতে ট্যাক্সি থেকে লুঠ ২ কোটি টাকা। ট্যাক্সি থেকে নামতেই চড়াও ২ দুষ্কৃতী। 

 

পাকিস্তানে প্রত্যাঘাত সময়ের অপেক্ষা ? রাজ্যে রাজ্যে মক ড্রিল করার নির্দেশ কেন্দ্রের

 

পাকিস্তানকে প্রত্যাঘাত সময়ের অপেক্ষা? রাজ্যকে কেন্দ্রের অ্যাডভাইসরি। প্রত্যাঘাতের প্রস্তুতি, রাজ্যে রাজ্যে মক ড্রিল করানোর নির্দেশ। ৭ মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের। সাধারণ নাগরিক, ছাত্রদের মক ড্রিল করাতে কেন্দ্রের নির্দেশ। এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক, একজন স্থানীয় ঘোড়াচালক। পর্যটকদের ধর্ম জেনে, বেছে বেছে হিন্দুদের টার্গেট করে গুলি করে খুন করেছে জঙ্গিরা। এই ঘটনার পর থেকেই ক্রমশ অবনতির দিকেই এগোচ্ছ ভারত-পাকিস্তান সম্পর্ক। পড়শি দেশের প্রতি যে আর কোনওভাবে নরমপন্থা দেখানো হবে না ইতিমধ্যেই তার একাধিক নিদর্শন দিয়েছে ভারত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola