Kolkata News: খাস কলকাতায় বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, জখম কিশোর। ABP Ananda Live
Kolkata Update: খাস কলকাতায় বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ! পাটুলি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ফাটল বোমা। জখম কিশোর। ঘটনাস্থলের কাছেই পার্কের পাশে মিলল তাজা বোমা।
আরও খবর, কালীপুজোয় ফের কাঁদলেন কল্যাণ । হাউ হাউ করে কেঁদে ফেললেন মায়ের হাত দুখানি ধরে । সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির পুজো । বাঁকুড়া শহরের দোলতলায় কালী পুজো করলেন সাংসদ । ভাবে ব্যাকুল হয়ে পড়লেন পুজো করতে করতে । 'মা ... মা' করে কাঁদলেন আকুল স্বরে। কোথাও কোমর সমান জল জমে...তো কোথাও হাঁটু ডুবে যাচ্ছে জলে। সেই জলের মধ্যে দিয়েই ডিঙিতে চাপিয়ে কালী ঠাকুর নিয়ে যাচ্ছেন অনেকে। অনেকে আবার কাঁধে করেই প্রতিমা নিয়ে চলেছেন। রাস্তা জলে ডুবে থাকায় বহু জায়গায় পুজো বন্ধ হয়ে গেছে। দুর্গাপুজোর আগেই জল-যন্ত্রণায় বিদ্ধ হতে হয়েছে ঘাটালের বিস্তীর্ণ এলাকার মানুষকে। কালী পুজোতেও প্লাবিত ঘাটালের একাধিক এলাকা। ঘূর্ণিঝড় দানার কারণে ভারী বৃষ্টি হয়েছিল ঘাটাল ও তার পার্শ্ববর্তী এলাকায়। সেই জমা জল এখনও নামেনি। ঘাটাল পুরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ড প্লাবিত। জলের তলায় একাধিক পঞ্চায়েত এলাকাও। অনেক রাস্তায় নৌকা চড়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই জল যন্ত্রণার মধ্যেই শুক্রবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।