Lake Kalibari: লেক কালীবাড়ির প্রধান পুরোহিত নিতাই চন্দ্র বসুকে ফোঁটা দিলেন মহিলারা
Kolkata news: মা কালীর সামনেই হল ভাইফোঁটার অনুষ্ঠান। লেক কালীবাড়ির প্রধান পুরোহিত নিতাই চন্দ্র বসুকে ফোঁটা দিলেন মহিলারা। দাদা কিংবা ভাই নেই এমন মহিলারাও এদিন ভাইফোঁটা দিলেন লেক কালীবাড়িতে।
রবিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকার কথা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Kolkata Weather)। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল সাড়ে আটটা থেকে রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়নি। এই সময়ে আকাশে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। আর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।