Lake Kalibari: লেক কালীবাড়ির প্রতিষ্ঠা দিবসে মহা সমারোহে হল নীলষষ্ঠীর পুজো
ABP Ananda LIVE: কলকাতার লেক কালীবাড়িতে মহা সমারোহে হল নীলষষ্ঠীর পুজো। সন্তানের মঙ্গল কামনায়, শিবের মাথায় জল ঢেলে নীলষষ্ঠী উদযাপন করেন মায়েরা। ওইদিনেই আবার প্রতিষ্ঠা দিবস ছিল লেক কালীবাড়ির।
মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় এবার গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুললেন কুণাল ঘোষ। তাঁর বিস্ফোরক দাবি, BSF-এর একাংশের সহযোগিতায়, সীমান্ত দিয়ে আপত্তিকর হামলাকারীদের ঢুকিয়ে গন্ডগোল করানো হয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। একইসঙ্গে এদিন অন্য রাজ্যের অশান্তির ছবি বাংলার বলে প্রচারেরও অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা। বিজেপির পাশাপাশি আক্রমণ করেছেন সিপিএমকে। যার জবাব দিয়েছে দুই বিরোধীদলই।
৪ দিনের মাথায় SSC ভবন-আচার্য সদনের সামনে থেকে চাকরিহারাদের অনশন প্রত্যাহার। এবার আমরণ অনশনের হুঁশিয়ারি। ১৫ এপ্রিল সিজিওতে ডেপুটেশন। চাকরি বাতিল ইস্যুতে বিজেপির মিছিলে শুভেনদু-সুকান্ত-দিলীপ। মন্ত্রিসভা বাঁচল বাম আমলের রুল ঢাল করে, আক্রমণ শুভেনদুর। কটাক্ষ কুণালের। তৃণমূল-বিজেপি গটআপ, পাল্টা সেলিম। চাকরিহারা শিক্ষকদের স্যালারি রিক্যুইজিশন কি আপলোড হবে সরকারি পোর্টালে ? মেলেনি নির্দেশ। কী করবেন প্রধান শিক্ষকরা ? ডিআই অফিসের নির্দেশের জন্য ২০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা।