Raj Bhavan Issue: রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, আজই ৩ কর্মচারীকে নোটিস দিয়ে ডাকবে লালবাজার

Continues below advertisement

রাজভবনে কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগের তদন্তে এবার তলবের পথে লালবাজার। আজই রাজভবনের ৩ কর্মচারীকে নোটিস দিয়ে ডাকবে লালবাজার। আগামী সোম বা মঙ্গলবার এই ৩ কর্মচারীকে ডাকছে লালবাজার। সিআরপিসি-র ৪১ এ ধারায় অভিযুক্ত হিসেবেই এই তিনজনকে তলব করা হচ্ছে। ইতিমধ্যেই অভিযোগকারিণীর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

লোকসভা ভোটের মাঝে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই প্রেক্ষাপটেই, রাজ্যপালের পদত্যাগের দাবিতে শুক্রবার তৃণমূলের শিক্ষা সেলের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে। ধর্মতলায় রানি রাসমণি ওয়াই চ্যানেল থেকে মিছিল করে এদিন রাজভবনের নর্থ গেটের উদ্দেশে রওনা হন তৃণমূলের শিক্ষা সেলের প্রতিনিধিরা। রাজভবনের উত্তর গেটের কাছে পৌঁছতেই তাদের আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram