Missing News: লিলুয়া থেকে নিখোঁজ যুবককে উদ্ধার করল পুলিশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ১৭ ঘণ্টা পর লিলুয়া থেকে নিখোঁজ যুবককে উদ্ধার করল পুলিশ । ডাউন সিনড্রোমে আক্রান্ত যুবককে হাওয়ার ব্যাঁটরা থেকে উদ্ধার করল পুলিশ । ব্যাঁটরা থানার দেশপ্রাণ শাসমল রোডে ইতস্তত ঘুরতে দেখে পুলিশ ওই যুবককে উদ্ধার করে । ওই যুবক রোহন চন্দকে জিজ্ঞাসাবাদ করে এবং ছবি মিলিয়ে পুলিশ তাঁর পরিচিতি সম্পর্কে নিশ্চিত হয় । লিলুয়া থানায় যুবকের ছবি পাঠায় ব্যাঁটরা থানার পুলিশ । ছবি মেলানোর পর যুবকের বাবাকে ডেকে পাঠায় লিলুয়া থানা । তারপর ছেলের পরিচিতি নিশ্চিত করেন বাবা, যুবককে ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে । গতকাল রাত ৮টা নাগাদ লিলুয়ার বাড়ি থেকে বেরিয়ে যান রোহন চন্দ নামে বছর আঠাশের যুবক । রাত ৮টা ৩৫ মিনিটে তাঁকে হাওড়া থেকে বর্ধমানগামী একটি লোকালে উঠতে দেখা যায়ডাউন সিনড্রোমে আক্রান্ত রোহন চন্দর লিলুয়ার মনোবিকাশ কেন্দ্রে চিকিৎসা চলছি